স্বাস্থ্য

ওমিক্রনে সুরক্ষায় দেয় মর্ডানার বুস্টার ডোজ, দাবি কোম্পানির

ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানি মর্ডানা বলেছে, তাদের টিকার বুস্টার ডোজ করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেয়। সোমবার কোম্পানিটি বলেছে, ল্যাব টেস্ট দেখা গেছে অতি দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রনের বিরুদ্ধে তাদের টিকার বুস্টার ডোজ সুরক্ষা দেয় এবং টিকার বর্তমান সংস্করণই ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষায় ব্যবহার করা হবে। ল্যাব টেস্টের ফলাফল এখনো পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ হয়নি।

টিকা প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি বলেছে, সাম্প্রতিক শনাক্ত হওয়া নতুন ধরন ওমিক্রনের দ্রুত ছড়ানোর বৈশিষ্ট্রের কারণেই প্রতিষ্ঠানটির বিদ্যমান এমআরএনএ-১২৭৩ করোনা টিকার কার্যকারিতার ওপর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তারা বলেছে, তারা এখনো ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেবে এমন টিকা তৈরির পরিকল্পনায় রয়েছে এবং আশা করছে আগামী বছর তারা ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারবে। খবর রয়টার্সের।

মর্ডানার প্রধান মেডিকেল অফিসার ড. পল বার্টন বলেন, এই মুহূর্তে আমাদের কাছে আছে ১২৭৩। এটা খুবই কার্যকর এবং অত্যন্ত নিরাপদ। আমি মনে করি এটা আসছে ছুটির দিন এবং শীতে মানুষকে সুরক্ষা দেবে, যখন দেখতে পাচ্ছি আমরা ওমিক্রনের তীব্রতার মুখোমুখি হতে যাচ্ছি।

তবে কোম্পানিটি বলেছে, তাদের টিকার দুই ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে কম অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু ৫০ মাইক্রোগ্রামের বুস্টার ডোজ নতুন এই ধরনের বিরুদ্ধে ৩৭ গুণ বেশি আন্টিবডি তৈরি করে। এমনকি ১০০ মাইক্রোগ্রামের বুস্টার ডোজে অ্যান্টিবডির পরিমাণ আরও বাড়িয়ে দেয়। যা বুস্টার ডোজ দেওয়ার আগের তুলনায় ৮০ বারের বেশি।

বার্টন বলেন, এটা এখন সরকার এবং নিয়ন্ত্রকদের উপর নির্ভর করে তারা ১০০ মাইক্রোগ্রাম ডোজে যে সুরক্ষা লেভেল পাওয়া যায় তা দিতে চান কিনা।

আরো পড়ুন:

বুস্টার ডোজ নিতে পারবেন গর্ভবতীরাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *