ওবামার প্রিয় ছবি
ওবামার প্রিয় ছবি: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেখা ২০২১ সালের সেরা সিনেমার তালিকা প্রকাশ করেছেন। টুইটারে সেই তালিকা শেয়ার করে ওবামা লিখেছেন, ‘এ বছর আমার দেখা সেরা ছবিগুলো হচ্ছে এগুলো। তালিকার প্রতিটি ছবিই একটি শক্তিশালী গল্প বলেছে এবং আশা করি আমার মতো আপনারও ছবিগুলো ভালো লাগবে।’
ছবিগুলোর মধ্যে আছে স্টিভেন স্পিলবার্গের মিউজিক্যাল ড্রামা ‘ওয়েস্ট সাইড স্টোরি’, নিকোলাস কেজ অভিনীত ‘পিগ’, জেন ক্যাম্পিয়নের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’, ফ্রেড হ্যাম্পটনের বায়োপিক ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’, জোয়েল কোয়েনের ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’, রিডলি স্কটের ‘দ্য লাস্ট ডুয়েল’–এর মতো ছবিগুলো।
ওবামার পছন্দের ছবির তালিকা
১. ড্রাইভ মাই কার
২. সামার অব সৌল
৩. ওয়েস্ট সাইড স্টোরি
৪. দ্য পাওয়ার অব দ্য ডগ
৫. পিগ
৬. পাসিং
৭. দ্য কার্ড কাউন্টার
৮. জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ
৯. দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড
১০. ওল্ড হেনরি
১১. দ্য লাস্ট ডুয়াল
১২. দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ
১৪. কাম অন, কাম অন
১৫. হোয়্যার আর ইউ গোয়িং, আইডা?
এর আগেও ওবামা তাঁর প্রিয় বই ও গানের তালিকাও প্রকাশ করেছিলেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার পর থেকে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বার্ষিক তালিকা প্রকাশ শুরু করেন।