ধূমকেতু ডেস্ক: এস. আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে তিন ধরনের পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার
প্রতিষ্ঠান: এস.আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড
যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। বয়সসীমা ৪০ থেকে ৫০ বছর।
পদের নাম: ম্যানেজার (মেকানিক্যাল)
প্রতিষ্ঠান: এস.আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর।
পদের নাম: এক্সিকিউটিভ/ জুনিয়র এক্সিকিউটিভ (লোকাল প্রকিউরমেন্ট)
যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা এমবিএস ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর।
আবেদনের নিয়ম: যোগ্য প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ রেজুমে পাঠাতে হবে ‘এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট, এস.আলম গ্রুপ, কর্পোরেট অফিস, এস.আলম ভবন, ২১১৯ আসাদগঞ্জ, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদন করা যাবে ২৬ নভেম্বর পর্যন্ত।