জাতীয়

এসএসসি পরীক্ষা: নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম


আগামীকাল রোববার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষা।
পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁস নিয়ে যেন কোনো ধরনের গুজব তৈরি না হয়, সে ব্যপারে সতর্ক দৃষ্টি রাখছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা উপলক্ষে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম কড়া নজরদারিতে রাখা হয়েছে। কোনো আইডি সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনী মনিটরিং করবে।
কেউ যেন প্রশ্নপত্র ফাঁস করা বা তার গুজব ছাড়াতে না পারে সেসব বিষয় মনিটরিং করা হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের ওপরও নজরদারি আছে। কোনো অ‌্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হলে সেটি বন্ধ করে খতিয়ে দেখা হবে।
বিশেষ করে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের ওপর নজরদারিতে রয়েছে। কোনো আইডি থেকে গুজব ছাড়ালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে কোনো আইডির সংশ্লিষ্টতা সন্দেহ হলে তাকেও নজরদারিতে আনা হবে।
এর আগে গত ২৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এসএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা হয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা চলাকালীন কেউ যদি প্রশ্নফাঁস ও তার চেষ্টা করে অথবা এ ধরণের গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমাদের কঠোর নজরদারি থাকবে। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে আইনের আওতায় আনা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *