এসএসসি-এইচএসসি ও সমমানের আগামী বছরে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে
এসএসসি-এইচএসসি ও সমমানের আগামী বছরে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি। সব পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে। অবশ্য গত মাসে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
চিঠিতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হবে এবং নম্বর হবে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরের মধ্যে।