বছরের শুরু থেকেই এশিয়া কাপের এবারের আসর নিয়ে জল কম ঘোলা হয়নি। ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের চলতি বছরের আসর। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টটি।
৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স।
এশিয়া কাপের পরপরই বিশ্বকাপ মিশন। আর এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৯ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
কন্ডিশনিং ক্যাম্প শুরুর ঘোষণার পর থেকেই ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে জল্পনা কল্পনা। কবে ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড। কারাই বা থাকবেন এই স্কোয়াডে।
তবে প্রতিবারের মতো এবারও স্কোয়াড ঘোষণা নিয়ে নয়ছয় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল কন্ডিশনিং ক্যাম্প শুরুর এক সপ্তাহ আগেই স্কোয়াড দিয়ে দেবে বোর্ড। অর্থ্যাৎ গত ২২ জুলাই এশিয়া কাপের দল ঘোষণার কথা ছিল।
কিন্তু পূর্ব ঘোষিত সময়ের পর দুইদিন পেরিয়ে গেলেও দল ঘোষণা করা সম্ভব হয়নি বোর্ডের পক্ষে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র মারফত জানা গেছে দুই একদিনের ভেতরও সম্ভাবনা নেই স্কোয়াড দেয়ার। তবে কন্ডিশনিং ক্যাম্পের আগেই এশিয়া কাপের স্কোয়াড জানিয়ে দেবে বোর্ড।
৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপের চলতি বছরের আসর। পাকিস্তান টুর্নামেন্টের মূল আয়োজক হিসেবে থাকলেও কেবল ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে। ফাইনালসহ বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
পাকিস্তানে খেলাগুলো হবে মুলতান ও লাহোরে। আর শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ক্যান্ডিতে। এরপর সুপার ফোর থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ খেলা হবে কলোম্বে।