ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ক্যারিয়ারে সুবর্ণ সময় পার করছেন দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার প্রভাস। বিশেষ করে ‘বাহুবলী’র পর তার খ্যাতি আকাশছোঁয়া। সম্প্রতি ফ্যান্সি অডস ‘টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১’-এর তালিকা প্রকাশ করে।
এই তালিকায় সবার ওপরে রয়েছেন এই অভিনেতা। প্রভাস ছাড়াও আরো এক ভারতীয় জায়গা করে নিয়েছেন। তিনি হলেন- ভিভিয়ান ডিসেনা।
এছাড়াও ‘টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১’-এর তালিকায় রয়েছেন পাকিস্তানের দুই অভিনেতাও। তারা হলেন- ইমরান আব্বাস নকভি ও ফাওয়াদ খান।
‘বাহুবলী’ সিরিজের সাফল্যের পর দক্ষিণের প্রভাসে তকমা হয়ে যায় ভারতের প্রভাস। এরপর থেকে চর্চা শুধু প্রভাসকে নিয়েই। ‘বাহুবলী’র পর থেকে আলোচনা নতুন ছবি কবে আসবে। বিয়ে কবে, কার সঙ্গে বিয়ে—ভক্তদের এ নিয়ে জোর আলোচনা। এর প্রথম হিন্দি ছবি ‘সাহো’ মুক্তি পরও প্রভাস সম্পর্কে উন্মাদনা কমেনি। জীবনে অভিনেতা হতে না চাওয়া প্রভাসই এখন ভারতের অন্যতম বড় তারকা। তার পুরো নাম ভেনকাটা সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পলাপতি।