এলো বসন্ত ডাকে পাখি,
কি করে মনটা বেধে রাখি,
একাকি দিন চলে যায়,
মন শুধু মন পেতে চায়
নয়নে স্বপ্ন বুকে আশা,
কারে বোঝাবো এই ভালবাসা,
প্রেমেরই ফাগুনে হৃদয় আমার উতলা হয় নিরালায়,
মন শুধু মন পেতে চায়
এ জিবনে সঙ্গী করব জাকে,
জানি আজও সে কথাই থাকে,
নিরবে এই হৃদয় সুখের ছোঁয়ায় কত ছবি একে যায়,
মন শুধু মন পেতে চায় ।