অর্থনীতি

এলসি ছাড়াই অত্যাবশ্যকীয় পণ্য আমদানির সুযোগ

 

আমদানি ঋণপত্র (এলসি) না খুলেই অত্যাবশ্যকীয় পণ্য আমদানির সুযোগ দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে টাস্কফোর্সের পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এলসি খোলার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সহযোগিতা করবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, এলসি খোলায় কিছু সমস্যা আছে। সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করব।

টিপু মুনশি বলেন, আপনারা যদি এলসি খুলতে চান তবে আমাদের সেক্রেটারি সাহেবকে বিষয়টি জানাবেন। তিনি আপনাদেরকে এলসি খোলার ক্ষেত্রে হেল্প করবেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, আমরা এলসি খুলতে সহযোগিতা করব। পাশাপাশি এলসিবিহীন পণ্য আনতে অনুমতি দেব। যাতে এলসি ছাড়াই প্রয়োজনীয় পণ্য আনা যায়।

এলসি ছাড়া কিভাবে আমদানি করা যায়- এমন প্রশ্নে সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, এটা করা যায়। ছোটখাটো এসেনশিয়াল পণ্য হলে আমরা অনুমতি দিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *