ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: গত মার্চে সুয়েজ খালে আটকে গিয়েছিল কনটেইনারবাহী জাহাজ এভারগিভেন। তখন বিশ্ব বাণিজ্যের বড় একটা অংশ থমকে গিয়েছিল। সেই জাহাজটি ফের সুয়েজ খাল পেরিয়েছে। তবে এবার আর কোনো দুর্ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার (২০ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মোট ২৬টি জাহাজ উত্তর থেকে দক্ষিণ দিকে সুয়েজ খাল পার হয়। এর মধ্যে একটি ছিল এভারগিভেন। ১৯৩ কিলোমিটার দীর্ঘ খালটি পেরোনোর সময় দুইটি টাগবোট ও সুয়েজ কর্তৃপক্ষের সিনিয়র গাইডরা জাহাজটিকে দিকনির্দেশনা দেন।
এভারগিভেন বিশ্বের অন্যতম বড় কনটেইনারবাহী জাহাজ। ৪০০ মিটার বা এক হাজার ৩১২ ফুট লম্বা জাহাজটি গত ২৩ মার্চ শক্তিশালী বাতাসের ধাক্কায় ঘুরে গিয়ে খালের তীরে আটকে পড়ে। তখন ছয়দিন চেষ্টার পর এভারগিভেনকে ফের পানিতে ভাসানো সম্ভব হয়।