লাইফস্টাইল প্রতিবেদক, ধূমকেতু ডটকম: তেলাপোকার উপদ্রপের শিকার হয়নি এমন ঘর মেলা ভার! কোথায় নেই এদের বিচরণ! আর বৃষ্টির মৌসুমে তো কথাই নেই। স্যাঁতসেঁতে জায়গা এদের বেশ পছন্দ। তাছাড়া একটু সুযোগ পেলেই রান্নাঘরে, বেসিনে, সিংকে, বাথরুমে এমনকি শোবার ঘরের আলমারিতে পর্যন্ত শুরু হয়ে যায় তাদের ঘর-সংসার। তেলাপোকা শুধু বিরক্তিকর প্রাণীই না, এরা নানা রকম রোগজীবাণু ছড়াতেও ওস্তাদ। গবেষণায় দেখা গেছে একটি মেয়ে তেলাপোকা একবারে প্রায় ৪০টি ডিম পারে। তবেই ভাবুন কেন আপনি এতো চেষ্টা করেও এদের নির্মূল করতে পারছেন না! আপনার ঘরের কোনে থাকা একটি বাচ্চা তেলাপোকাই যথেষ্ট, যে দ্রুত বড় হয়ে আপনার ঘরকে তেলাপোকার ঘর-বসতি বানিয়ে দেবে। আপনার ঘরকে নোংরা আর রোগজীবাণুর আবাস করে তুলবে। এজন্যই নিশ্চিত করতে হবে আপনার ঘরে যেন বাচ্চা বা বড় একটা তেলাপোকাও না থাকে।
তবে চিন্তার কোনো কারণ নেই খুব সহজ কিছু উপায়েই আপনি দূর করতে পারেন আপনার ঘরে বাস করা এই শত্রুকে।
তেলাপোকা দূর করার সহজ কিছু উপায়:
* আপনার ঘরের যেখানে যেখানে তেলাপোকা লুকিয়ে থাকে বা ঘোরাঘুরি করে সেই সব জায়গাতে ছিটিয়ে রাখুন তেজপাতার গুড়া। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই এতে মারা না পড়লেও এরা আপনার ঘর থেকে দূরেই থাকবে।
* সমপরিমাণ বেকিং সোডা ও চিনি মিশিয়ে তেলাপোকার বিচরণক্ষেত্রে ছড়িয়ে দিন। এটা খাওয়ার সাথে সাথেই মারা যাবে তেলাপোকা। এটা বড় ছোট সব তেলাপোকা মারার জন্য অত্যন্ত কার্যকরী উপায়।
* তেলাপোকার ঘরে বোরিক পাউডার দিয়েও আপনি তাদের সংসার উৎপাটন করতে পারেন।
* একটি মগে এক লিটার পানির মধ্যে একটি রসুনের ও একটি পেঁয়াজের পেস্ট আর এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে একটি স্প্রে তৈরি করুন। এবার এটা আপনার ঘরের সব জায়গায় বা তেলাপোকার উপদ্রপ যেখানে আছে সেখানে ছিটিয়ে দিন। ব্যস, আপনার ঘর থেকে নিমেষেই দূর হয়ে যাবে তেলাপোকা।
* একটি অ্যালমুনিয়ামের কৌটায় বা পাত্রে শসার খোসা রাখুন। এবার এটাকে তেলাপোকার আস-যাওয়ায় পথে রেখে দিন। দেখবেন তেলাপোকার যন্ত্রণা আর নেই। শসার খোসা অ্যালমুনিয়াম পাত্রে এক ধরনের বিক্রিয়া ঘটায় যা থেকে সৃষ্ট দুর্গন্ধ তেলাপোকাকে মেরে ফেলে।
এছাড়া তেলাপোকা মারার জন্য বাজারে নানা রকমের চক, ওষুধ, স্প্রে পাওয়া যায়। এগুলো ব্যবহার করেও তেলাপোকা দূর করা যায়। তবে এগুলো মানুষের শরীরেও ক্ষতিকর প্রভাব ফেলে তাই ঘরোয়া উপায়ে তেলাপোকা দূর করাই ভালো।
আরো পড়ুন: