এবার রুশ বাহিনী খারসন শহর নিয়ন্ত্রণে নিল
এবার রুশ বাহিনী খারসন শহর নিয়ন্ত্রণে নিল। জানা গিয়েছে ইউক্রেনের খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।
খারসনের স্থানীয় কাউন্সিলের এক সদস্য বুধবার (২ মার্চ) বিবিসিকে বলেন, শহরটিতে লড়াইয়ে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।
খারসনে আড়াই লাখ মানুষের বসবাস। শহরটির মেয়র কেন্দ্রীয় সরকার ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন। খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসগুলোর সরবরাহ নিশ্চিত করার এবং আহত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের আরও কয়েকটি শহরের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। বর্তমানে রাজধানী কিয়েভ দখলের চেষ্টায় আছেন রুশ সেনারা। মঙ্গলবার (১ মার্চ) দীর্ঘ ৪০ মাইল অস্ত্রযানের বহর নিয়ে তারা কিয়েভের আশপাশে ঘুরছে।