এবার ম্যানচেস্টার সিটির হয়ে খেলবেন নরওয়েজিয়ান হ্যালান্ড
গত কয়েক বছরে ফুটবলের বিস্ময় বালক হিসেবে পরিচিত নরওয়েজিয়ান ফুটবলার আর্লিং হ্যালান্ড আর এবার ম্যানচেস্টার সিটির হয়ে খেলবেন নরওয়েজিয়ান হ্যালান্ড।
লম্বা আকৃতির এই স্ট্রাইকার করতে পারেন একের পর এক গোল। গোল করাই যেনো তার নেশা। যেকারনে তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিল ইউরোপের বড় বড় ক্লাবগুলো।
এর মধ্যে অন্যতম ছিল রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। যোগ হয়েছিল বার্সেলোনার নামও। তবে সবকিছু ছাপিয়ে হ্যালান্ড যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতেই। এমনটাই বলছে, ইংল্যান্ডের দৈনিক দ্য অ্যাথলেটিক।
দ্য অ্যাথলেটিক আরও বলছে, ম্যান সিটির সঙ্গে আর্লিং হ্যালান্ডের চুক্তি হয়ে গেছে। এখন শুধুই আনুষ্ঠানিকতার বাকি। এ মৌসুম শেষেই বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ছেন হ্যালান্ড। কত বছরের চুক্তি, মাসিক বেতন কত, কত বোনাস পাবেন সব জানা যাবে আনুষ্ঠানিক চুক্তির পরে। তবে তাকে দলে ভেড়াতে সিটিকে পরিশোধ করতে হচ্ছে রিলিজ ক্লজের সাড়ে সাত কোটি ইউরো।
ম্যানচেস্টার সিটিতেই খেলেছেন হ্যালান্ডের বাবা আলফি হ্যালান্ড। তাই ছেলের সিটিতে যোগ দেওয়ার অন্যতম কারণ হিসেবে বাবাকেই ধরা হচ্ছে।