ইন্টার মায়ামি মেজর লিগ সকারে প্লে-অফে জায়গা করে নিতে না পারায় চারমাস বেকার থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই সময়টাতে তিনি কি করবেন তা মেসি নিজেই জানেন। তবে এই চার মাসে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে মেসি জাতীয় দল ও মায়ামির হয়ে দুটি করে ম্যাচে মাঠে নামবেন তা বলা যায়।
তবে মেসির বেকার সময়ে তাকে নিয়ে একটি অদ্ভুত প্রচারণা চালিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। সম্প্রতি তার একটি বিলবোর্ড প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে সেটি যেনতেন জায়গায় নয়। একেবারে মহাকাশে; যা দেখে মেসি নিজেও অবাক। খবর গোলডটকম
২০০৬ সাল থেকে অ্যাডিডাসের দূত হিসেবে কাজ করে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ফুটবলার মেসি। আর ২০১৭ সালে প্রতিষ্ঠানটি মেসির সঙ্গে আজীবনের চুক্তি করে। এরপর কোম্পানির নানা প্রচারণায় বিশ্বকাপজীয় অধিনায়ককে দেখা যায়।
এবার অ্যাডিডাস তাদের প্রচারণার জন্য ভিন্ন মাত্রা অবলম্বন করেছে। প্রচারণার জন্য এবার অ্যাডিডাস মহাকাশে মেসির একটি বিলবোর্ড প্রকাশ করেছে। অ্যাডিডাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। ‘আউট অব দিস ওয়ার্ল্ড’ ক্যাপশনে সেই ভিডিওতে স্পেসে মেসির একটি বিলবোর্ড প্রকাশ করেছে। যা মেসি নিজে দেখেও অবাক হয়েছেন। সেই বিলবোর্ডে রয়েছে মেসি ছবি এবং মেসির অ্যাডিডাসের একটি জুতা।
মেসির ছবির নিচেই লেখা ছিল ‘আউট অব দিস ওয়ার্ল্ড’। যার নামেই ভিডিওটির ক্যাপশন দিয়েছে অ্যাডিডাস। তাদের পণ্যের নাম কী হতে পারে? নিজেই আন্দাজ করে নিন। হ্যাঁ, মেসির পছন্দের জুতো ‘এক্সক্র্যাজিফাস্ট’ এর নামই সেখানে লেখা রয়েছে।
ভিডিওটি মেসি দেখে বেশ খুশি হয়েছেন। ভিডিও শেষে মেসি বলেছেন, ‘আমি সবসময় মহাকাশে যেতে চেয়েছিলাম।’ বার্সেলোনায় যোগ দেয়ার দুই বছর পরই অর্থাৎ, ২০০৬ সালে মেসির সঙ্গে চুক্তি করে অ্যাডিডাস। মেসি অনেক বছর ধরেই অ্যাডিডাসের বিভিন্ন পণ্যের প্রচারণার জন্য কাজ করছেন।
এদিকে এমএলএস (মেজার লিগ সকার) কাপের প্লে অফে জায়গা করে নিতে না পারায় মেসির দল ইন্টার মায়ামিকে আগামী চার মাস বিশ্রামে থাকতে হচ্ছে। যার কারণে আগেমি চার মাসে ক্লাবের হয়ে মাত্র দুইটি প্রীতি ম্যাচ খেলবেন মেসি। আগামী নভেম্বরে চীনে দুটি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।