বলিউডের জনপ্রিয় এবং ব্যস্ততম অভিনেতা অক্ষয় কুমার। সিনেমায় নিজেকে বিভিন্ন সময়ে নানা চরিত্রে তুলে ধরেছেন দর্শকদের সামনে। প্রতিটি চরিত্রই নিজের মধ্যে এমনভাবে ধারণ করেন, মনে হয় সত্যিই যেন চরিত্রের মানুষটিকে দেখতে পাওয়া যায়। খুব শিগগিরই এমন আরেকটি নতুন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন অক্ষয়।

তাকে দেখা যাবে শিবাজি মহারাজের চরিত্রে। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মারাঠি ভাষার ‘বীর ডৌডল সাত’ সিনেমায়। ছবিটি বানাবেন অভিনেতা-নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। মারাঠি সাম্রাজ্যের শাসক ছত্রপতি শিবাজি মহারাজের জীবনকাহিনির অবলম্বনে তৈরি করা হবে এই সিনেমা। বুধবার (২ নভেম্বর) মুম্বাইতে মহরত অনুষ্ঠিত হয় ছবিটির।

এমন একটি ঐতিহাসিক চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে অক্ষয় কুমার বলেন, এমন চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য অনেক সম্মানের। তবে এই ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করতে অনেক বড় দায়িত্ব কাঁধে নিতে হয়। যাই হোক না কেন, আমার স্বপ্ন আজ সত্যি হয়ে ধরা দিয়েছে। এই সিনেমাতে আমি আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করব।

ছবিটি নিয়ে পরিচালক মহেশ মাঞ্জেরেকর বলেন, প্রায় ৭ বছর ধরে আমি এই সিনেমা নিয়ে গবেষণা করছি। শিবাজি মহারাজের জীবনের কাহিনি, তার বীরত্বের কথা, সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছি। তারপরেই সিনেমাটির কাজ করার কথা ভেবেছি। এই সিনেমাটি আমার বহুদিনের স্বপ্ন। সেই সঙ্গে হিন্দু রাজার চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় কুমারই উপযুক্ত। অবশেষে আমার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের দীপাবলিতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক মহেশ মাঞ্জেরেকর। সেই সঙ্গে সিনেমাটি হিন্দি, মারাঠি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *