ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: তাইওয়ানের দিকে চীনের ৫৬ যুদ্ধবিমান উড়ে যাওয়ার ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে স্বঘোষিত দ্বীপরাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল সোমবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবারের মতো এতো সংখ্যক যুদ্ধবিমান তাইওয়ানের দিকে উড়ে গেল।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে ৪৩জে-১৬ ও ১২এইচ-৬-সহ ৫২টি যুদ্ধবিমান এবং পরে ৪টি জে-১৬ যুদ্ধবিমান দ্বীপটির দক্ষিণ-পশ্চিম দিকে উড়ে আসে।
মন্ত্রণালয় আরও জানায়, এরপর তাইওয়ানের বিমান বাহিনী এর যুদ্ধবিমানগুলো প্রস্তুত করে এবং চীনের যুদ্ধবিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসি’কে বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন যে তাইওয়ানের বিরুদ্ধে চীন এক ধরনের যুদ্ধ শুরু করতে যাচ্ছে।’
তাইওয়ানের চীননীতি নির্ধারণের শীর্ষ সংস্থা দ্য মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (এমএসি) বেইজিংয়ের সমালোচনা করে বলেছে, ‘তাইওয়ান প্রণালীতে বিরাজমান শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে।’
আরো পড়ুন: