বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: ক্যালিফোর্নিয়ার বাড়িতে উৎসব-পার্বণে মাঝেমধ্যেই তাঁকে শেরওয়ানিতে দেখা যায়। পুজো হলে তাঁর শ্বেতকপালে ওঠে মাংটিকা। এ বার এসেছেন স্ত্রীর দেশে।
পরনে ফুলছাপ হলুদ কুর্তায় নিক জোনাস হয়ে উঠলেন ঘরের ছেলে। এখানকার জলহাওয়া, মানুষগুলিকে ছেড়ে তাঁর যেন আর আমেরিকায় ফিরতেই ইচ্ছে করছে না! জানালেন, “মনকেমন করছে!”
৫ বছর পর বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা জোনাসের সঙ্গে ভারতে এলেন তাঁর স্বামী নিক। মুম্বইয়ের এক ফ্যাশন অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আমেরিকার গায়ক। পেলেন জামাই আদর।
অনুষ্ঠান শেষে ফেরার পালা। নিজের পোস্ট করলেন নিক। তাঁর পরনে হালকা হলুদ রঙের সেই ছাপছোপ জামা, চোখে রোদচশমা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন তিনি। ছবিটি দিয়ে নিক লিখলেন, “ভারতবর্ষ… আমি তোমায় মিস করেছি।”
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই মন্তব্যের বন্যা। কেউ তাঁকে বললেন, ‘ন্যাশনাল জিজু’ (জাতীয় জামাইবাবু), কেউ লিখলেন, “ভারতবর্ষও তোমাকে মিস্ করে।” কেউ লিখলেন, “ তোমাকে ভারতে ফিরতে দেখে ভাল লাগছে। আশা করি, পরিবার-সহ এই ট্রিপটা উপভোগ করছ।”
কেউ আবার নিককে পরামর্শ দিলেন, এতই মনখারাপ যখন, পাকাপাকি ভাবে ঘরজামাই হয়ে এ দেশে চলে আসতে। সেই মন্তব্য সমর্থন করলেন অনেকেই। নিক কি প্রিয়ঙ্কার দেশে এসেও মাস কয়েক থাকতে পারেন না? প্রশ্ন ছুড়ে দিলেন অনেকেই।
কন্যা মালতীর জন্মের পর নিক এই প্রথম এলেন ভারতে। সারোগেসির মাধ্যমে গত বছর জানুয়ারিতে সন্তানের জন্ম দিয়েছেন নিক-প্রিয়ঙ্কা।
শুক্রবার তাঁরা গিয়েছিলেন মুম্বইয়ের নীতা মুকেশ অম্বানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনে। প্রিয়ঙ্কা সেই চাঁদের হাটের ফোটোশুটের ছবি পোস্ট করেছিলেন।
অনুষ্ঠানে ছিল দেশ-বিদেশের তারার মেলা। ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, শাহরুখ খান, সলমন খান-সহ আরও অনেক তারকা।
সূত্র: আনন্দবাজার
এসি/আইকেজে
আরো পড়ুন: