প্রচ্ছদ

এবারের শীতে স্টাইলিশ আউটফিট

এবারের শীতে স্টাইলিশ আউটফিট

এবারের শীতে স্টাইলিশ আউটফিট: গরম পোশাক নিয়ে চিন্তায় থাকার দিন শেষ অনেক আগেই। ছেলেদের জ্যাকেট কিংবা সোয়েটারের মাধ্যমে তুলে ধরা যায় ডিসেন্ট এবং স্টাইলিশ লুক, সহজেই।

‘কন্‌কনে শীত তাই
চাই তার দস্তানা;
বাজার ঘুরিয়ে দেখে,
জিনিসটা সস্তা না।
কম দামে কিনে মোজা
বাড়ি ফিরে গেল সোজা—
কিছুতে ঢোকে না হাতে,
তাই শেষে পস্তানা।

-রবীন্দ্রনাথ ঠাকুর

শীতের পোশাক নিয়ে এমন মজার অভিজ্ঞতা হতেই পারে। সকালের শুরুতে আর বিকেলের পর ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে নগরজীবন। কনকনে ঠান্ডা পড়ার আগে শীতের পোশাক গায়ে রাখার সময় এই দুই বেলাই।

বছরের শীতের সময়টায় দেখা যায় পোশাকের চমক। রং-নকশায় শীতের পোশাক বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে এগিয়ে। ছেলেদের জ্যাকেট কিংবা সোয়েটারের মাধ্যমে তুলে ধরা যায় অভিজাত এবং স্টাইলিশ লুক, সহজেই। অন্যদিকে আবহাওয়া অনুযায়ী শীতের পোশাক কমানো বা বাড়ানোর কাজটিও করা যায়।

লেয়ারিংয়ের সাধারণ নিয়ম হচ্ছে হালকা থেকে ভারী স্তরের দিকে যেতে হবে। টি-শার্ট কিংবা পাতলা সোয়েটারের ওপরে ভারী জ্যাকেট কিংবা ব্লেজার, সঙ্গে থাকতে পারে মাফলার। তবে পোশাকের স্তর তৈরির আগে আবহাওয়া ও পরিবেশ বুঝে নিন। বেশি ঠান্ডা হলে পোশাকের নিচে থারমালও পরতে পারেন।

এবারের শীতে স্টাইলিশ আউটফিট

ফ্লানেলের গাঢ় জলপাই রঙের ওভারকোট। একই রঙের চেক ক্যাজুয়াল শার্ট। পায়ে কালো রঙের চিনো প্যান্ট। শার্ট গুঁজে বা ছেড়েও পরতে পারেন। পায়ে থাকতে পারে বুট বা কেডস। পোশাক: ক্লাবহাউস

এবারের শীতে স্টাইলিশ আউটফিট

১০০ শতাংশ পলিয়েস্টার কাপড়ের তৈরি হাতাকাটা পাফ ভেস্ট। সাদা-কালো নকশায় সাজানো। নিচে লাল রঙের ফুলহাতা রিপড সোয়েটার। জিনস আর কেডসের সঙ্গে পরা যাবে সারা দিন। পোশাক: একস্ট্যাসি
হালকা ওজনের কালো রঙের ডেনিম জ্যাকেট। পুরো পোশাকে কালো রঙের প্রাধান্য। পোশাক: রুলমেকার শার্টস

এবারের শীতে স্টাইলিশ আউটফিট

ডেনিমের জ্যাকেট সব সময়ই জনপ্রিয়। এ ধাঁচের জ্যাকেটে নানা ধরনের নতুন নকশার যোগ-বিয়োগ দেখা যায় নিয়মিত। রিপড ডেনিম জ্যাকেটের হাতে আলাদাভাবে রঙিন নকশার সংযোজন এনে দিয়েছে আলাদা মাত্রা। পোশাক: একস্ট্যাসি

এবারের শীতে স্টাইলিশ আউটফিট

হালকা ওজনের ফ্লানেল কাপড়ে তৈরি ব্লেজার। নিচে বিপরীত উজ্জ্বল রঙের উঁচু গলার পাতলা সোয়েটার। সান্ধ্য আয়োজনের জন্য আদর্শ লুক। পোশাক: একস্ট্যাসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *