খেলাধুলাসর্বশেষ

এফএ কাপ শেষ আটে ম্যানচেস্টার সিটি

এফএ কাপ শেষ আটে ম্যানচেস্টার সিটি

পঞ্চম রাউন্ডের খেলায় জয় পেয়ে এফএ কাপ শেষ আটে ম্যানচেস্টার সিটি।

তবে হেরে গেছে আরেক বড় দল টটেনহ্যাম। মঙ্গলবার (১ মার্চ) এফএ কাপের ম্যাচে মুখোমুখি হয় ম্যানসিটি ও পিটার্সবোরো। খেলায় রিয়াদ মাহরেজ ও জ্যাক গ্রিলিশের গোলে ২-০ গোলে জয় পায় গার্দিওয়ালার দল। অন্যদিকে জে কোবার্নের অতিরিক্ত সময়ের গোলে টটেনহ্যাম হেরেছে চ্যাম্পিয়নশিপের দল মিডলসব্রোর কাছে।

ওয়েস্টন হোমস স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিক পিটারবোরো। দলের ক্যামেরুনীয় মিডফিল্ডার ফুচসের শট বাঁধা পেয়ে দিক পরিবর্তন করলে সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন তা ঠেকিয়ে দেন।

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ম্যানসিটি ধীরে ধীরে খেলার ছন্দ ফিরে পায় ও প্রথমার্ধের খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মাঠে বল পজিশনে অনেক ব্যবধানে এগিয়ে থাকা ম্যানসিটি বেশ কয়েকটি সুযোগ তৈরি করে প্রথমার্ধের খেলায়। তবে গোল পাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।

দ্বিতীয়ার্ধের খেলাও এদিন গার্দিওয়ালার শিষ্যদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু কিছুতেই আসছিল না কাঙ্ক্ষিত গোল। অবশেষে ৬০ মিনিটে ডেডলক ভাঙেন ম্যানসিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। ফিল ফোডেনের পাস থেকে বল পেয়ে কাট করে ভিতরে ঢুকে বাঁ-পায়ের জোরালো শটে দূরের পোস্টে গোলটি করেন মাহরেজ। ১-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *