নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ সহায়তা দিতে বাজেট সাপোর্ট হিসেবে ২৫ কোটি ডলারের সমপরিমাণ ২,১২৫ কোটি টাকা ঋণ দিতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ শনিবার এডিবির বোর্ড সভায় এ ঋণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এডিবি জানিয়েছে, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় মোট ৫০ কোটি ডলার ঋণ দেওয়া হবে। এর প্রথম কিস্তির ২৫ কোটি ডলারের অনুমোদন আজ দেওয়া হলো।

এডিবি জানায়, এ কর্মসূচির উদ্দেশ্য করোনা মহামারি থেকে দ্রুত এবং টেকসই পুনরুদ্ধার। এ ঋণের আওতায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ক্ষুদ্র-উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

আরো পড়ুন:

জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *