ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: মশাটির সৌন্দর্য দেখে বিস্মিত হতে হয়। চমৎকার লোমযুক্ত পা ও উজ্জ্বল ঝিলিমিলি ডানা বেশ আকর্ষণীয় মনে হলেও এই মশাগুলো পীতজ্বর, ডেঙ্গুর মতো মারাত্মক রোগের বাহকও বটে।
বুধবার ওয়ার্ল্ডলাইফ ফটোগ্রাফার গিল উইজেনের তোলা ছবি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। গিল উইজেন কানাডার নাগরিক। এ বছর ‘ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায়’ তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিবিসির প্রতিবেদনের শুরুতেই তার তোলা স্যাবেথেস প্রজাতির একটি মশার ছবি স্থান পেয়েছে।
মশাটির ছবি তোলার জন্য প্রয়োজন হয়েছিল সুনির্দিষ্ট পরিকল্পনা ও অসীম ধৈর্যের। ছবি তুলতে গিয়ে মশার কামড়ও খেয়েছেন গিল উইজেন।
তিনি বলেন, ‘এই মশা একেবারে ছোট ছোট নাড়াচাড়া, হালকা পরিবর্তনেও লক্ষ্য করে, সাড়া দেয়। তাই ছবি তোলার চেষ্টা করার সময় আপনাকে অবশ্যই স্থির থাকতে হবে। ফ্ল্যাশ ব্যবহার করলে মশা পালিয়ে যেতে পারে। সৌভাগ্যের বিষয়, এরা কখনোই একা ঘোরাফেরা করে না।’