জাতীয়সর্বশেষ

এক সময়ের মাথা নিচু করা দেশ আজ বিশ্বে মডেল – প্রধানমন্ত্রী

এক সময়ের মাথা নিচু করা দেশ আজ বিশ্বে মডেল – প্রধানমন্ত্রী

যে কোনো অর্জন অনেক আত্মত্যাগের বিনিময়ে আসে আর এক সময়ের মাথা নিচু করা দেশ আজ বিশ্বে মডেল – প্রধানমন্ত্রী।

যে কোনো অর্জন অনেক আত্মত্যাগের বিনিময়ে আসে। সেই পথেই ভাষার অধিকার ও স্বাধীনতা আমরা অর্জন করেছি। এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘৫২ সালের ভাষার জন্য আন্দোলনের পর ৫৬ সালে ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগ। ওই বছর শহীদ মিনার নির্মাণের প্রকল্প ও ভাষা শহীদদের সম্মান দেওয়ার বিষয়টিও আওয়ামী লীগ করেছিল। সেই ধারাবাহিকতা আজকের ২১ ফেব্রুয়ারি শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। এই স্বীকৃতির মর্যাদার দিকে আমাদের সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে।’

ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশবরেণ্য ২৪ বিশিষ্টজনকে একুশে পদক দেওয়া হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই ভাষা শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান শাসকের লক্ষ্যই ছিল আমাদের শূন্য করে দেওয়া। তাই সবার আগে তারা ভাষার ওপর আঘাত হেনেছিল। কিন্তু দেশের মানুষের সংগ্রামে সেটি তারা কেড়ে নিতে পারেনি।’

‘ভাষা সংগ্রামে দেশের সব মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তাই তাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের সম্মানিত করা আমাদের দায়িত্ব। তবে, আমরা সবাইকে সম্মানিত করতে পারছি না। এর মধ্যে অনেকেই হারিয়ে যাচ্ছেন, আমরা তাদেরও খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা ইতিহাস বিকৃতির হাত থেকে দেশকে মুক্ত করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *