স্বাস্থ্য

করোনা শনাক্তের হার কমেছে ২.৩২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: দেশে ৩০তম সপ্তাহের সাপেক্ষে ৩১তম সপ্তাহে (১ থেকে ৭ আগস্ট) পরীক্ষিত নমুনা সংখ্যার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ২ দশমিক ৩২ শতাংশ হ্রাস পেয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে এতথ্য বেরিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ৭ আগস্ট পরীক্ষিত নমুনা সংখ্যার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৬৫ শতাংশ, ৬ আগস্ট ২৬ দশমিক ২৫ শতাংশ, ৫ আগস্ট ২৭ দশমিক ১২ শতাংশ, ৪ আগস্ট ২৭ দশমিক ৯১ শতাংশ, ৩ আগস্ট ২৮ দশমিক ৫৪ শতাংশ, ২ আগস্ট ২৯ দশমিক ৯১ শতাংশ এবং পহেলা আগষ্ট করোনা রোগী শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৯৭ শতাংশ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ ধূমকেতু ডটকমকে বলেন, করোনা পরিস্থিতির প্রকৃত চিত্র জানার বড় পরিমাপক হলো ‘ শনাক্তের হার’। পরীক্ষিত নমুনা সংখ্যার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার বৃদ্ধি পেলে অবনতি এবং হ্রাস  পেলে উন্নতির চিত্র। তবে পরীক্ষিত নমুনার সংখ্যা অবশ্যই প্রত্যাশিত সংখ্যায় থাকতে হবে। বর্তমানে দেশে করোনা শনাক্তের জন্য ল্যাবরেটরীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পরীক্ষিত নমুনার সংখ্যাও অনেক বেড়েছে। গত এক সপ্তাহ ধরে রোগী শনাক্তের হার হ্রাসের ধারাবাহিকতা  অবশ্যই আমাদের জন্য ধূমকেতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *