স্বাস্থ্য

এক ডোজেই করোনা প্রতিরোধ করবে রাশিয়ার ‘স্পুটনিক ভি’

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, “দেশটির উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’-এর একটি ডোজই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট। তবে তারা এটিও জানিয়েছে যে, “এই ভ্যাকসিনের দুই ডোজ ও একটি ডোজের কার্যকারিতার মধ্যে কিছুটা পার্থক্য থাকবে।”

আরও পড়ুন: ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসিইউর খরচ লাগবে না: মেয়র

এক বিবৃতিতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) দাবি করেছে, “স্পুটনিক ভি টিকার দুটি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১ দশমিক ৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯ দশমিক ৪ শতাংশ।” 

বিবৃতিতে আরো বলা হয়েছে, “গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুটনিকের একটি ডোজ অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় দুই কোটি মানুষ স্পুটনিকের প্রথম ডোজ নিয়েছেন।”

উল্লেখ্য, রাশিয়ার তৈরি এই টিকাটি বিশ্বের ৬০টি দেশে অনুমোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *