নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার মাধ্যমে নারীর ওপর সহিংসতারোধে কার্যকরী ভূমিকা রাখার কথা বলেছেন মাহবুবা তাবাসুম ইমা নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। সোমবার (১১ অক্টোবর) বিকালে এক ঘণ্টার জন্য ফেনী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
দায়িত্ব নিয়ে ইমা বলেন, ৯২৮ বর্গ কিলোমিটারের ফেনী জেলাকে বাল্যবিয়ে মুক্ত করা হবে। পৌরসভার প্রতিটি বিদ্যালয়ে প্রবেশপথ ইভটিজার মুক্ত করা হবে। স্কুলগুলোর সামনে থাকা ইভটিজারদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে শাস্তির আওতায় আনা হবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইমা আরও বলেন, আমি এখন প্রতীকী মেয়র হয়েছি। আগামীতে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করবো। দেশকে বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও ধর্ষক মুক্ত করবো।
প্ল্যান ইন্টারন্যাশনাল ইয়েস বাংলাদেশ ফেনী জেলার স্বেচ্ছাসেবক আদিবা তাবাসুম জানান, কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রান্সফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে পৌরসভার ১৮টি ওয়ার্ডকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে প্রতীকী মেয়র হিসেবে সুপারিশমালা তুলে ধরেছেন মাহবুবা তাবাসুম ইমা। একইসঙ্গে এক ঘণ্টায় মেয়র হিসেবে বিভিন্ন কাজ করার পাশাপাশি তদারকিও করেন তিনি।
প্রতীকী মেয়রের বাল্যবিয়ে, নারী নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতারোধে দেওয়া বিভিন্ন সুপারিশমালা আমলে নেওয়ার আশ্বাস দেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ইমা রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তিনি ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের প্যানেল ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন। এছাড়া ইমা ন্যাশনাল চিলড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার সাবেক শিশু গবেষক ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার।
আরো পড়ুন:
এক দিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত হয়েছে বাংলাদেশি রুনা