একের পর এক ভবিষ্যদ্বাণী করোনা নিয়ে

এবার একের পর এক ভবিষ্যদ্বাণী করোনা নিয়ে। করোনার একের পর এক ঢেউয়ে বিশ্ব যখন নাকাল তখন আশার বাণী শোনাচ্ছেন গবেষকরা। তবে বিশেষজ্ঞদের একের পর এক সতর্কতার মধ্যে তাদের সেই আশার বার্তা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কোভিড মহামারির ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার প্রধান সহসাই মহামারি শেষ হবে না বলে সতর্ক করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউইচও) ইউরোপের প্রধান হান্স ক্লাজ বলেছেন, আগামী মার্চের মধ্যে ইউরোপের ৬০ শতাংশ মানুষ কোভিডের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হতে পারেন।

এরপরই শক্তি হারিয়ে বিলীন হবে মহামারি। এর মধ্য দিয়ে মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির ভবিষ্যদ্বাণীকে সমর্থন দিলেন ক্লাজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের প্রধান হান্স ক্লাজ বলেন, ওমিক্রনের স্ফীতির মাধ্যমে একটি নতুন পর্বে প্রবেশ করেছে কোভিড-১৯। মহামারি একপ্রকারের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে এর পক্ষে বেশকিছু প্রমাণ ও যুক্তি রয়েছে।

আমরা মনে করি চলতি বছরের শেষে কোনো একসময় কোভিড-১৯ ফের তার প্রভাব বাড়াবে। তবে তা যে মহামারি মতো প্রভাব বিস্তার করবে, তেমন না-ও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *