বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানা পুলিশকে নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে শাকিল আহমেদের বিরুদ্ধে গুলশান থানায় ৯-এর ১ ধারায় এ মামলা করেন তৃণা ইসলাম নামের এক চিকিৎসক। মামলা নম্বর ৬। মামলার বিষয়ে গুলশান থানার ওসি আবুল হাসান কালের কণ্ঠকে বলেন, শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। সেই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে। মামলার প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- থাইল্যান্ডে রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত
- ইন্দোনেশিয়ার ‘রেড রাইস’ চাষ করে চমক দেখালেন ফরিদপুরের গিয়াস