বিনোদন

একদিন পরেই জয় বাংলা কনসার্ট, প্রস্তুতি শেষ পর্যায়ে

সাতই মার্চ এক দিন পরেই। ১৯৭১ সালের ৭ মার্চে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিন স্মরণে এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। বর্তমানে কনসার্টটির আয়োজনে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। প্রতি বছর ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবারই প্রথমবারের মতো চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন চলছে।

ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মনমাতাতে প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তত্ত্বাবধানে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এ আয়োজন হতে যাচ্ছে। পাশাপাশি সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

কনসার্টে আসছে দেশের স্বনামধন্য আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ বিভিন্ন ব্যান্ড দল। এছাড়াও মঞ্চ মাতাবেন জনপ্রিয় সব সংগীতশিল্পীরা। এরই মধ্যে ব্যান্ডদলগুলোকে নিয়ে নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রমোও প্রকাশ করেছে ইয়াং বাংলা।

বরাবরেই মতই এবারও রেজিস্ট্রেশন করা যাবে একেবারেই বিনামূল্যে। নির্ধারিত সময়ে ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেইজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। অনলাইনেই নিবন্ধন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকেট।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, ২০২৪ সালের ৭ মার্চ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। তরুণরা দীর্ঘদিন ধরেই ঢাকার বাহিরে কনসার্ট আয়োজনের অনুরোধ করে আসছিল। মূলত তাদের ইচ্ছাতেই এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট।

বরাবরই জয় বাংলা কনসার্ট নিয়ে তরুণদের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম হলো না। কনসার্টের ঘোষণার পর থেকেই ইয়াং বাংলার পেজ জুড়ে মন্তব্য করছে তরুণরা। এ ছাড়াও চট্টগ্রামের তরুণরা এই কনসার্ট উপভোগ করতে দেশের অন্যান্য অঞ্চলের তরুণদের আমন্ত্রণ জানাচ্ছেন চট্টগ্রামে। ইয়াং বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে জান্নাতুল নাইম নামক এক জন চট্টগ্রামের ভাষায় মন্তব্য করেন, ‘চলি আইয়্যু অনেরা সবাই, আঁরার চিটাঙ্গত অনেরার সকলেরে সাদর আমন্ত্রণ।’

২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়ে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। মাঝে করোনা মহামারির কারণে ২০২১–২২ সালে কনসার্ট আয়োজন করা হয়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ শত ভাষণের একটি। আর একাত্তরে মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ‘জয় বাংলা’ স্লোগান।

‘বেলা বিস্কুট আর চা লইয়েরে, রেডি অওন রেজিস্ট্রেশন হরিবার লাই’— বিস্তারিত জানতে ক্লিক করুন। এভাবেই এবার চট্টগ্রামের ভাষায় ‘জয় বাংলা কনসার্ট-২০২৪’ এর রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে আয়োজক ইয়াং বাংলা। তারুণ্যের সর্ববৃহৎ এই প্লাটফর্ম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে করা এক পোস্টে শনিবার সকাল ১০টা থেকে কনসার্টে উপস্থিত থাকতে আগ্রহী সকলকে রেজিস্ট্রেশনের আহ্বান জানায়। এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *