স্বাস্থ্য

একদিনে সর্বোচ্চ ১৫ হাজার করোনা রোগী সুস্থ হয়েছেন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম : আগস্টের প্রথম দিনে দৈনিক সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা। জুলাইয়ে দৈনিক ৯ থেকে ১৪ হাজার করোনা রোগী সুস্থতা লাভ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ৩১ জুলাই ১৪ হাজার ১৭ জন, ৩০ জুলাই ১৩ হাজার ৯৭৫ জন, ২৯ জুলাই ১৪ হাজার ৩৩৬ জন, ২৮ জুলাই ১৩ হাজার ৪৭০ জন, ২৭ জুলাই ১২ হাজার ৪৩৯ জন, ২৬ জুলাই ১১ হাজার ৫২ জন, ২৫ জুলাই ১০ হাজার ৫৮৪ জন, ২৪ জুলাই ৯ হাজার ৭২৩ জন, ২৩ জুলাই ৯ হাজার ৬ জন, ২২ জুলাই ৯ হাজার ৭০৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। অর্থাৎ জুলাই মাসে দৈনিক ৯ থেকে ১৪ হাজার করোনা রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিফতর জানায়,  চলতি বছরের জানুয়ারীতে মোট আক্রান্ত ২১ হাজার ৬২৯ জন এবং  সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮৫ জন। ফেব্রুয়ারীতে শনাক্ত হয়েছেন  ১১ হাজার ৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৮০ জন। মার্চ মাসে আক্রান্ত ৬৫ হাজার ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন, এপ্রিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৩৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩৭ জন। মে মাসে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪০৮ জন এবং সুস্থতা লাভ করেন ৫৮ হাজার ৯৪৬ জন।  জুন মাসে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৭১৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৮৭৮ জন।এভাবে জুলাইয়ে মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৬২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *