ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: সৌদি আরবের অভিজাতদের ঐতিহ্যবাহী সৌখিনতার অন্যতম অনুষঙ্গ বাজপাখি পালন। বিরল প্রজাতির ‘রাঘওয়ান’ নামের একটি বাজপাখি রবিবার নিলামে ২ লাখ ৭০ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়।
পাখিটির দৈর্ঘ্য সাড়ে ১৭ ইঞ্চি, প্রস্থ পৌনে ১৭ ইঞ্চি, ওজন ১ কেজি ১০৫ গ্রাম। নিলামে তোলার পর ২ লাখ ৭০ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়েছে এই পাখি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৬১ লাখ ২৪ হাজার টাকারও বেশি।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে এই তথ্য দিয়ে বলা হয়েছে, দেশটির রাজধানী রিয়াদের মোতেব মুনির আল-আয়াফি নামের এক ব্যক্তির এই বাজপাখি রবিবার অনলাইনে নিলামে তোলেন।
এই নিলামের আয়োজন করে ইন্টারন্যাশনাল ফ্যালকন ব্রিডারস অকশন (আইএফবিএ)।
মোতেব মুনির আল-আয়াফি পারিবারিকভাবে বাজপাখি পালনের পেশায় এসেছেন। এর আগে সুন্দর ঘোড়া প্রতিযোগিতায় তার ঘোড়া চ্যাম্পিয়ন হয়।