ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: আইন মন্ত্রণালয়ে অধীনে বান্দরবন পার্বত্য জেলা পরিষদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ৩ জন
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান।
চাকরির ধরন: স্থায়ী
গ্রেড/বেতন স্কেল: ১৬তম গ্রেড/৯,৩০০-২২,৪৯০ টাকা।
কর্মস্থল: বান্দরবন ।
আবেদন ফি: ৫০০ টাকা
বয়স: ১৮ – ৩০ বছর
আবেদনের শর্ত ও নিয়মাবলী:
বান্দরবন পার্বত্য জেলা পরিষদ বরাবর স্ব-হস্তে লিখিত/পূরণকৃত সরকারি চাকরি আবেদন ফরম পূরণকৃত আবেদনপত্র আগামী ২১ অক্টোবর বিকাল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে। উক্ত তারিখ/সময়ের পরে অনলাইনে কিংবা সরাসরি, ডাকযোগে বা অন্য কোনও উপায়ে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবে না।
প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং বান্দরবন জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার বজায় থাকবে।
ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস /বৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশোধন/ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
আবেদনপত্রে স্পষ্টাক্ষরে- (ক) আবেদনকারীর নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) বর্তমান ঠিকানা, (ঙ) পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা, (চ) শিক্ষাগত যোগ্যতা, (ছ) অভিজ্ঞতা (যদি থাকে), (জ) জন্ম তারিখ, (ঝ) বয়স (২৫/২/২০২১ তারিখে), (এ) ধর্ম, (ট) জাতীয়তা, (ঠ) বৈবাহিক অবস্থা, ড) পুরুষ/মহিলা, ঢ) মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।
স্ব-হস্তে লিখিত আবেদনকারীদেরকে আবেদন পত্রের সঙ্গে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি এবং অনলাইনে আবেদনকারীদের মধ্যে যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত/মনোনিত হবেন তাদেরকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি মৌখিক পরীক্ষার পূর্বে দাখিল করতে হবে।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি। বান্দরবন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার স্বপক্ষে বোমাং সার্কেল চীফ/জেলা প্রশাসক এর প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্র। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্র/ সাময়িক সনদপত্র। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকতা সনদপত্র। জাতীয় পরিচয়পত্রের উভয় পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি এবং জন্ম নিবন্ধনের কপি। পোষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক (০১/০১/২০২১ তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়) প্রদত্ত পোষ্য সনদপত্র।
সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের কোটার প্রার্থীদের প্রমাণের ক্ষেত্রে: মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় কাগজপত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের এর নিচে নামসহ সীল থাকতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনও প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনপত্রের সাথে নিম্নস্বাক্ষরকারী অনুকূলে যে কোনও তফসিলি ব্যাংক হতে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনও প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আরো পড়ুন: