আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা সংক্রান্ত অভ্যন্তরীণ বৈঠকে ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র, পরীক্ষা গ্রহণসহ নানা বিষয়ে বোর্ডপ্রধানদের সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ প্রস্তাব দেন।
এর আগে গত ২৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।