প্রচ্ছদ

উত্তর কোরিয়াকে মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: উত্তর কোরিয়াকে মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কূটনীতিক সাং কিম। একইসঙ্গে পরমাণু আলোচনা ফের শুরু করার অনুরোধও করেন তিনি। রবিবার (২৪ অক্টোবর) এসব জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন কিম। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা তাদেরকে এই উস্কানি ও অন্যান্য অস্থিতিশীল কার্যকলাপ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি আরও জানান, আমরা পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছি। আমরা স্পষ্ট করে দিয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্র শত্রুতাপূর্ণ উদ্দেশ্য পোষণ করে না।

আরো পড়ুন:

তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া জাপানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *