প্রচ্ছদ

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ পুনরায় শুরু

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্ত:সীমান্ত যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।  সোমবার কর্মকর্তারা প্রথম ফোনকল বিনিময় করেন।

সিউলের পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার একের পর এক সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে বিশ্ব উদ্বেগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ ফোন যোগাযোগ পুনরায় চালু করা হলো।

এদিকে দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আন্তঃসীমান্ত সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুর্নএকত্রীকরণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্ত:সীমান্ত যোগাযোগ পুনরায় শুরু হওয়ার কারণে সরকার আশা করছে আন্ত:কোরীয় সম্পর্ক পুনরুদ্ধারে উভয় দেশের মধ্যে বাস্তবসম্মত আলোচনাও শুরু হবে।

উল্লেখ্য, একবছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর জুলাইয়ে উভয় কোরিয়া আন্তঃকোরীয় যোগাযোগ পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। কিন্তু দু’সপ্তাহ পরেই উত্তর কোরিয়া সাড়া দেয়া বন্ধ করে দেয়।

কিন্তু এবারে যোগাযোগের উদ্দেশ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

কিন্তু একজন বিশ্লেষক উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা তুলে ধরে সোমবারের এ যোগাযোগকে প্রতীকি বলে উল্লেখ করেছেন।

আরো পড়ুন:

প্যান্ডোরা পেপারস নিয়ে তোলপাড় : বিশ্বের প্রভাবশালীদের অর্থনৈতিক কেলেঙ্কারি ফাঁস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *