নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: খুলে গেল কোয়ারেন্টাইনে থাকার জট। বেনাপোলসহ সকল স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রীদের থাকতে হবে না প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে। এখন থেকে যাত্রীরা ভারত থেকে ৭২ ঘণ্টার আরটিপিসিআর সনদ প্রদান সাপেক্ষে ইমিগ্রেশন থেকে ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন।
তবে শর্তানুযায়ী তাদেরকে নিজ বাড়িতে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে সমস্ত যাত্রী ইতোপূর্বে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন হোটেলে অবস্থান করছেন তাদেরকে আরটিপিসিআর টেস্ট নেগেটিভ সাপেক্ষে ছেড়ে দেয়া হবে। তবে ভারত ফেরত পজেটিভ যাত্রীদের অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারীকৃত এক নির্দেশনা আজ সকালে বেনাপোল ইমিগ্রেশন পৌঁছেছে। রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডাঃ নাজমুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বলা হয় ১০ বছরের কম বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আরটিপিসিআর সনদ লাগবে না। ৮ সেপ্টেম্বর থেকে নির্দেশনা কার্যকর হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আজ বুধবার ভারত থেকে যাত্রী আসা বন্ধ থাকার কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।
আরো পড়ুন:
ভারতসহ ৫ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি