রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান বাজিয়ে আড্ডা বসাতো বখাটেরা। এ কারণে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এ বিষয়টি অবহিত করে সমস্যার সমাধান হয়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স-এ অভিযোগ করেন এক ব্যক্তি। পরে পুলিশ সদরদফতর মোহাম্মদপুর এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে বাংলাদেশ পুলিশ সদরদফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের এআইজি সোহেল রানা বলেন, মোহাম্মদপুরের ওসি একটি টিম পাঠিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন। ওই দোকানে উচ্চশব্দে গান বাজানো বন্ধ করেন। দোকান মালিককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে উচ্চ শব্দে গান বাজানো কিংবা কোনও প্রকার পাবলিক ন্যুইসেন্সের অভিযোগ পেলে তার দোকান স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেয়ার পাশাপাশি দোকান মালিকসহ সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনা হবে।
/জেড এইচ