নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলিমদের একাংশ। এই ঈদকে উপলক্ষ করে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামে উৎসবের পরিবেশ বিরাজ করছে।
বিগত ১৯২৮ সাল থেকে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) চন্দ্র মাস ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই এলাকায় রোজা ও দুটি ঈদ উদযাপন প্রচলন করেন। তার সেই ধারা অনুসারীরা এখনও পালন করছেন।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতে ঈদের জামাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় কি না এবং ঈদ উৎসবকে নির্বিঘ্ন করতে সরকারি প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্য এসব এলাকায় মোতায়েন করা হয়েছে।