ঈদে গুনে গুনে ১০টি গানই শুনাবেন মাহফুজুর রহমান
এবার ঈদে গুনে গুনে ১০টি গানই শুনাবেন মাহফুজুর রহমান। আসন্ন ঈদুল ফিতরে নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। এবারের ঈদে শ্রোতাদের নতুন ১০টি গান শোনাবেন তিনি।
ঈদের দিন রাত সাড়ে ১০টায় তার একক সংগীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ড. মাহফুজুর রহমান।
গত কয়েক বছরের মতো এবারও ড. মাহফুজুর রহমান বেশকিছু মৌলিক গান গিয়ে হাজির হতে যাচ্ছেন। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, এবারো আমি ১০টি নতুন গান শোনাব শ্রোতাদের। ঈদের দিন রাতে অনুষ্ঠানটি প্রচার হবে।
এ সময় ভবিষ্যতে খেলাধুলা নিয়েও গান করার আগ্রহ প্রকাশ করেন তিনি। মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এরপরের বছরগুলোতে নিয়মিতই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।