মাতৃভূমিসর্বশেষ

ঈদের ছুটির আগেই বেতন-ভাতা পরিশোধের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: ঈদের ছুটির আগেই বোনাস ও বেতন পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৪তম সভায় বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য শ্রমিকদের বোনাস ও মার্চ মাসের বেতন বকেয়া থাকলে ঈদের ছুটির আগেই মালিকদের তা পরিশোধ করতে হবে। এছাড়া নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করতে নির্দেশনা দেন তিনি।

ছুটির বিষয়ে তিনি বলেন, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানাভেদে শ্রমিক ও মালিকপক্ষকে আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নিতে হবে।

তবে শ্রমিক নেতারা এপ্রিলের ১২-২০ দিনের বেতন দেওয়ার দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবিষয়ে টিসিসি সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। যদি কোনো  মালিকের সামর্থ্য থাকে এবং ইচ্ছা করেন, তাহলে দিতে পারেন।

এম/

আরো পড়ুন:

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু আজ, রাষ্ট্রপতি স্মারক বক্তৃতা দেবেন কাল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *