ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন অভিনেত্রী
অভিনয়শিল্পীদের ধর্মান্তরিত হওয়ার খবর নতুন নয়। মাঝে মাঝেই এরকমটা শোনা যায়। এবার এই তালিকায় নাম উঠল শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে পর্নকাণ্ডে জড়ানো অভিনেত্রী গহনা বশিষ্ঠের। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালে রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল গহনার। এ ঘটনায় ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। পরে জামিনে ছাড়া পান এই অভিনেত্রী। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ বিয়ের পিঁড়িতে বসেছেন।
দীর্ঘদিনের প্রেমিক ফাইজান আনসারিকে বিয়ে করেছেন গহনা। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তবে বিয়ে নিয়ে মুখ খোলেননি এ অভিনেত্রী। এদিকে তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ফাঁস হয়েছে।
গহনার ঘনিষ্ঠ সূত্রে খবর, গহনা ও ফাইজান একে অপরের প্রেমে মগ্ন। তাদের সম্পর্কে কোনো খাদ নেই। গহনা বিয়ের জন্য ধর্মান্তরিত হননি, এটা তার ব্যক্তিগত পছন্দ। তার স্বামী ফাইজান আনসারি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাকে অ্যামাজন মিনিটিভি রিয়েলিটি শো ‘ডেটবাজি’তেও দেখা গেছে।