ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: কুয়েতের জলসীমায় ইসরায়েলের পণ্যবাহী কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাত ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল থেকে কুয়েতের উদ্দেশ্যে আসা জাহাজের ওপরই শুধু এই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বরং, অন্য বন্দর থেকে আসা ইসরায়েলি পণ্যবাহী জাহাজের ওপর এই সিদ্ধান্ত বিহাল থাকবে।
গণপূর্ত এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রানা আল ফারিস এক ডিক্রি জারি করার মাধ্যমে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। এতে করে ইসরায়েল থেকে পণ্য আনা-নেওয়ার পাশপাশি সেখান থেকে কুয়েতের জলসীমায় জাহাজ প্রবেশও নিষেধাজ্ঞা দেওয়া হলো।
কুয়েতি বংশোদ্ভূত প্রবাসীও ইসরায়েলের সঙ্গে ব্যবসাবাণিজ্য করতে পারবে না।
আরো পড়ুন:
এস-৪০০ ক্রয় না করতে ভারতকে আবার চাপ দিল যুক্তরাষ্ট্র