আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের হাতে যুক্তরাজ্যের গিনেস বুক রেকর্ড

ইরানের হাতে যুক্তরাজ্যের গিনেস বুক রেকর্ড

যুক্তরাজ্যের জ্যাক হ্যারিস হাতে ১৮টি ডিম রেখে গিনেস বুক রেকর্ড গড়েছিলেন গতবার কিন্তু এবার একই কাজ করে রেকর্ড ছিনিয়ে নিয়েছেন নাসিরিয়ার ইব্রাহিম সাদেক আর এখন ইরানের হাতে যুক্তরাজ্যের গিনেস বুক রেকর্ড।

তবে স্বাভাবিকভাবে নয়, হাতের উল্টো পিঠে ১৮টি ডিম রাখার ভারসাম্যের জন্য তার এ খেতাব মিলেছে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের জন্ম হয়েছিল ৬০ বছর আগে। বিশ্বের ক্ষুদ্রতম, বৃহত্তম, দীর্ঘতম, দ্রুততম এককথায় বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড সৃষ্টিকারী ঘটনার বই বলা হয় একে। এবার এতে ঠাঁই করে নিলেন সাদেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *