ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: সামান্য জমি থাকলেও ফসল না হওয়ায় বৃদ্ধ দারবিশ আফফানের সংসার চালানোই কষ্টকর হয়ে ওঠে। অনেক চিন্তা করে তিনি একটি চায়ের দোকান দেন।
ছোট্ট এই চায়ের দোকানই এক করেছে প্রতিবেশী দুই দেশের নাগরিকদের। কীভাবে?
ইরাকের বিয়ারা শহরের এ দোকানটি ইরাক-ইরান সীমান্তে অবস্থিত। দারবিশের দোকান থেকে মাত্র এক মিটার দূরেই ইরান। এখানে ছোট্ট চায়ের দোকানেই ভিড় জমে আড্ডা প্রিয় দু’দেশের মানুষের। শুধু চা নয়, এখানে পাওয়া যায় দুই দেশের কিছু ফল-চকলেট আর বিস্কুটও।
ক্রেতারা নিজের দেশের মুদ্রায়ই পেয়ে যান প্রিয় পানীয় চা। এই দোকানকে কেন্দ্র করেই সখ্যতা গড়ে উঠেছে দু’দেশের নাগরিকদের।
আরো পড়ুন: