ইয়েমেনে গভর্নরের গাড়িতে হামলা, নিহত ৬


যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের অ্যাডেন শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। দেশটির গভর্নর আহমেদ লামলাস এবং কৃষিমন্ত্রী সালেম আল-সুকাত্রির গাড়িবহর লক্ষ করে এ হামলা চালানো হয়। তবে তারা দুজনই প্রাণে বেঁচে গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
হামলার পর এক মন্তব্যে গভর্নর ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন। তবে হামলায় তার নিরাপত্তা দলের সদস্যসহ ৬ জন নিহত হয়েছে। ইয়েমেনের প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক সাইদ তাৎক্ষণিক হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।
লামলাস ও সালেম দুজনই সাউদার্ন ট্রান্সজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা। এর মধ্যে লামলাস এসটিসির সাধারণ সম্পাদক। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে জোটে আছে এসটিসি।
অ্যাডেনসহ দেশের দক্ষিণাঞ্চলের বড় অংশ এসটিসির নিয়ন্ত্রণে আছে। সাউদার্ন ট্রান্সন্যাশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। 
হামলায় নিহতদের মধ্যে আছেন গভর্নরের প্রেস সেক্রেটারি ও তার ফটোগ্রাফার, তার নিরাপত্তা প্রধান, গর্ভনরের আরেক সফরসঙ্গী এবং একজন সাধারণ নাগরিক। এ হামলায় আহতের সংখ্যা অন্তত ১০।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে এসটিসির মুখপাত্র আলী আল-কাথিরি এক বিবৃতিতে ইসলামী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *