আইন আদালত

ইভ্যালি`র রাসেল-শামীমা`র বিরুদ্ধে আবারও মামলা



ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আবারও আদালতে মামলা হয়েছে।সোমবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান-এর আদালতে আবু হাসান জনি নামে কৃষি ব্যাংকের এক কর্মকর্তা মামলাটির আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার অপর আসামিরা হলেন আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদী আবু হাসান জনি বিভিন্ন সময়ে এসি, মোটরবাইক ও মোবাইল সেটসহ মোট ১৩টি পণ্য ইভ্যালিতে অর্ডার করেন। যার মূল্য বাবদ ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু আসামিরা তাকে পণ্য না দিয়ে পরস্পর যোগসাজশে সব টাকা আত্মসাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *