ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: চলতি বছরের নান্দনিক স্থাপনা হিসেবে ইন্টারন্যাশনাল আর্কিটেকচার অ্যাওয়ার্ড খেতাব পেয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত ‘দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স’। ‘শিকাগো এথেনিয়াম মিউজিয়াম অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এবং ইউরোপিয়ান সেন্টার ফর আর্কিটেকচার ডিজাইন’ নামে দু’টি প্রতিষ্ঠান মসজিদটিকে ২০২১ সালের জন্য সবচেয়ে সুন্দর স্থাপনার স্বীকৃতি দিয়েছে।
স্থানীয় সময় রবিবার (২১ নভেম্বর) আলজিয়ার্সে অবস্থিত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ খবর জানানো হয়।
আলজেরিয়া ছাড়াও এ বছর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে বিশ্বের আরও ৩৪টি দেশের বিভিন্ন স্থাপনা। ‘শিকাগো এথেনিয়াম মিউজিয়াম অব আর্কিটেকচার এ্যান্ড ডিজাইন এবং ইউরোপিয়ান সেন্টার ফর আর্কিটেকচার ডিজাইন’-এর এ স্বীকৃতি একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার।
‘দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ ২০২০ সালের ২৮ অক্টোবর মহানবী (সা.)-র জন্মদিন উপলক্ষে উদ্বোধন করা হয়। এটি নির্মাণের দায়িত্বে ছিল জার্মানির প্রতিষ্ঠান কেএসপি এনজেল ইন্টারন্যাশনাল। নির্মাণকাজ শুরুর আগে এর জন্য আলজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের চুক্তিও হয়েছিল।
মসজিদটি নির্মাণে সময় লেগেছে সাত বছর। মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয় ২০২০ সালের অক্টোবরে। নান্দনিক মসজিদটি নির্মাণে ব্যয় হয় প্রায় একশ’ কোটি ডলার। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় মসজিদ এটি (সারাবিশ্বে তৃতীয়)। আয়তন ৩ লক্ষ ৬০ হাজার বর্গমিটার। একসঙ্গে ৩৬ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন এতে। তবে এতে ঘুরে বেড়াতে পারবেন এক লাখ ২০ হাজার মানুষ। এর মিনারের উচ্চতা ২৬৫ মিটার।
আরো পড়ুন:
ব্রিটিশ স্থাপত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সাতক্ষীরার হাসপাতাল