প্রচ্ছদ

ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ইতিবাচক ধারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে লেনদেন।

ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর পর ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করে।

এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৩৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৫টির, কমেছে ৬৫টির এবং অপরির্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *