প্রচ্ছদ

ইতালির এই শহরে মাত্র ১০০ টাকায় মিলবে বাড়ি!

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ইতালিতে বাড়ি কিনতে চান? নামমাত্র দামে পাওয়া যাচ্ছে। বছরখানেক আগেই সিসিলি-র মুসোমেলি শহরে এক ইউরোতে আস্ত বাড়ি বিক্রির ঘোষণা এসেছেল। তবে এবার খোদ রোমের ল্যাটিয়াম অঞ্চলের মেনজা শহরে মাত্র এক ইউরোতে বাড়ি বিক্রি করার ঘোষণা দিয়েছেন স্থানীয় মেয়র ক্লডিও স্পেরদুতি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৯৯ টাকা ৮১ পয়সা!

ল্যাটিয়াম অঞ্চলের কোনও শহরে এক ইউরোতে বাড়ি বিক্রির ঘোষণা এটিই প্রথম। ফলে রাজধানী শহরের কাছাকাছি থাকতে আগ্রহীদের জন্য এটিকে একটি আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নান্দনিক সব ডিজাইনের বাড়িগুলো এভাবে বিক্রির পেছনে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। পরিকল্পনা অনুযায়ী, গ্রামগুলোকে পুনরুজ্জীবিত করা এবং দূরবর্তী অঞ্চলে পর্যটনের প্রসার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী মাত্র এক ইউরোতে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাড়ি কেনার পর ক্রেতার নিজ খরচেই সেটির মেরামত কাজ সম্পন্ন করতে হবে।

মেয়র ক্লডিও স্পেরদুতি জানান, তারা ধাপে ধাপে অগ্রসর হচ্ছেন। পুরনো মালিকরা কর্তৃপক্ষের কাছে বাড়িগুলো হস্তান্তরের পর বিক্রির জন্য সেগুলোর তথ্য ওয়েবসাইটে হালনাগাদ করা হয়।

এর আগে ১৯৬৮ সালে ভূমিকম্পের পর ইতালির একটি শহর জনশূন্য হয়ে দীর্ঘদিন পড়ে থাকার পর সেখানকার মেয়র বাড়িগুলোকে মেরামত করে নামমাত্র দামে সেগুলোকে নিলামে তোলার ব্যবস্থা করেন। সেই প্রচেষ্টা সফল হয়েছিল। এরপর একই পথে হাঁটে মুসোমেলি। এবার সেই তালিকায় যুক্ত হলো মেনজা শহরের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *