ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ইতালিতে সিটি করপোরেশনের নির্বাচনে পিডি’র সঙ্গে কোয়ালিশনভুক্ত ফ্রাসকাটি প্রোগেসিস্তা দলের কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক পাপিয়া আক্তার।
পাপিয়া আক্তার এআরসিআই রোমা এর নির্বাচিত ডিরেক্টর এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্যে আইনি নির্দেশিকা ডেস্কের দায়িত্ব পালন করছেন।
প্রায় এক যুগ ধরে তিনি ইতালির সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বাংলাদেশের পক্ষে সাংস্কৃতিক মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার অভিবাসীদের বিনামূল্যে আইনি ও মানবাধিকার প্রতিষ্ঠায় সহায়তা কাজ করে যাচ্ছেন পাপিয়া আক্তার।
আগামী ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলের ভোট চেয়েছেন। নির্বাচিত হলে ফ্রাসকাটি শহরের সমস্যা সমাধান এবং অসহায় নারী, বৃদ্ধ ও অভিবাসীদের সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরো পড়ুন: