আন্তর্জাতিকস্বাস্থ্য

ইউরোপ দেশগুলোতে রেকর্ড পরিমাণ কোভিড সংক্রমণ

ইউরোপ দেশগুলোতে রেকর্ড পরিমাণ কোভিড সংক্রমণ

সম্প্রতি জানা গেলো, ইউরোপ দেশগুলোতে রেকর্ড পরিমাণ কোভিড সংক্রমণ দেখা দিয়েছে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে ইউরোপে ফ্রান্সেই এক দিনে ১ লাখ ৭৯ হাজারের বেশি মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস মহামারী শুরুর পর ইউরোপের আর কোনো দেশে আর কখনও এক দিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি।

মঙ্গলবার ফ্রান্সে শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন নতুন রোগী। আর মৃত্যু হয়েছে ২৯০ জনের।

এর আগে ২০২০ সালের ১১ নভেম্বর ৮৬ হাজার ৮৫২ জনের কোভিড ধরা পড়েছিল ফ্রান্সে। এরপর গত শনিবার প্রথমবারের মত এক দিনে ১ লাখের বেশি রোগী শনাক্তের রেকর্ড হয় পশ্চিম ইউরোপের এই দেশে। সেই রেকর্ড তিন দিনও টিকল না।

কেবল ফ্রান্স নয়, জানা গিয়েছে এক দিনে শনাক্ত রোগীর নতুন রেকর্ড হয়েছে ইতালি, গ্রিস, পর্তুগাল আর ইংল্যান্ডেও।

ইংল্যান্ডে ১ লাখ ১৭ হাজার ৯৩ জন, ইতালিতে ৭৮ হাজার, গ্রিসে ২১ হাজার ৬৫৭, পর্তুগালে ১৭ হাজার ১৭২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে ২৪ ঘণ্টায়।

বিবিসি বলেছে, বড়দিনের ছুটির মধ্যে কোভিড পরীক্ষা বিলম্বিত হওয়ার বিষয়টিও এক দিনে এরকম রেকর্ড রোগীর তথ্য আসার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *